1/5
2/5
২০১৩ সালে দক্ষিণ রেলের মাইশুরু থেকে সিমোগাগামী কয়েকটি লোকাল ট্রেনের কামরায় পরীক্ষামূলকভাবে টিভি সেট বসানো হয়। পরে ২০২১ সালে পশ্চিম রেলের প্রায় সব লোকাল ট্রেনে বসানো হয় টিভি। সেই নজির আজ ছুঁয়ে ফেলল পূর্ব ভারতের হাওড়া। সোমবার সকাল এগারোটার হাওড়া-ব্যান্ডেল লোকাল রওনা হল যাত্রীদের বিনোদনের এক অন্যতম প্রধান মাধ্যম টিভি নিয়ে। ১২ কামরার এই ট্রেনের প্রতি কামরায় প্রথম ও শেষ দরজার আগে এমুখ-ওমুখ আড়াআড়িভাবে মোট চারটি টিভি সেট বসল। -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল
photos
TRENDING NOW
3/5
4/5
কারা চালাবেন? গোটা বিষয়টি দেখাশোনা করবে একটি বেসরকারি সফ্টওয়্যার কোম্পানি। তারা পূর্ব রেলকে ৫ বছরে ট্রেনের পরিসর ব্যবহার করার লিজ বাবদ ২ কোটি ৬৫ লাখ টাকা দেবে। রেল সারাদিনে চলা প্রোগ্রামের ৩০ শতাংশ নিজেদের প্রচার ও কাজে ব্যবহার করবে। বাকি ৭০ শতাংশ প্রোগ্রামে সিনেমা ও গানের পাশাপাশি বিজ্ঞাপন চালিয়ে আয় করবে ওই কোম্পানি। -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল
5/5
photos