দোলের রং সহজে তুলে ফেলার পাঁচটি ঘরোয়া উপায় জেনে নিন

Mar 21, 2019, 14:30 PM IST
1/6

1

দোল খেলা শেষ। আবির আর বাঁদুরে রং  জাঁকিয়ে বসেছে আপনার চুলে এবং ত্বকে। এবার রং তোলার পালা। জেনে নিন কয়েকটা টিপস।  

2/6

2

১. অলিভ অয়েল/নারকেল তেল : রং খেলার পরে ফেস প্যাক না লাগিয়ে আগেই অলিভ অয়েল বা নারকেল তেল মেখে নিন। পরে রং তুলতে সমস্যা হবে না। দেখবেন সহজেই রঙ উঠে যাবে।

3/6

3

২. পাতিলেবু : পাতি লেবুর রস মুখে মাখুন। পাতিলেবু হল ভেষজ ন্যাচারাল ব্লিচিং যাতে যে কোনও ধরণের দাগ অতি সহজেই উঠে যায়।  পাতিলেবুর রস লাগানোর পরে অনন্ত ১৫ মিনিট রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।

4/6

4

৩. টক দই ও বেসন : রং মাখলে তা ত্বক আরও শুকিয়ে যেতে পারে। টক দই ও বেসন দিয়ে প্যাক তৈরি করে মাখুন। মিনিট ২০ মিনিট পর তা ধুয়ে ফেলুন।  

5/6

5

৪. টক দই ও পাতিলেবু : মাথার চুলে লেগে থাকা রং তুলে ফেলতে পাতিলেবুর সঙ্গে টক দইয়ের মিশ্রণ তৈরি করে মাথায় লাগিয়ে রাখুন। মিনিট ১৫-২০ পরে কোনও হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।  

6/6

6

৫. কাচা দুধ / ময়েশ্চরাইজার ক্রিম : ত্বকে রঙের পরিমাণ কম হোক বা বেশি রং তোলার  যাদুমন্ত্র হল কাচা দুধ। কিছুটা পরিমাণ তুলো ভালো করে দুধে ভিজিয়ে তারপর হালকা করে পরিষ্কার করুন দেখবেন সহজেই রং উঠে যাবে। দুধের বদলে আপনারা ময়েশ্চরাইজার ক্রিমও ব্যবহার করতে পারেন।