গৃহবন্দি দশা থেকে মুক্তি পেতেই তহবিল তছরুপের অভিযোগ, ইডি-র জেরা ফারুককে

Oct 19, 2020, 16:49 PM IST
1/5

গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়ে আইনি ঝামেলায় পড়লেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিল তছরুপের অভিযোগে সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

2/5

সূত্রের খবর, ২০০২-২০১১ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৪৩.৬৯ কোটি টাকা দেয় বিসিসিআই। অভিযোগ, সেই টাকা রাজ্যের ক্রিকেটের উন্নয়ণে কাজ না লাগিয়ে তা সরিয়ে ফেলা হয়েছে। ওই সময়ে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন ফারুক।

3/5

এদিকে ইডি-র জেরাকে রাজ্নৈতিক প্রতিহিংসা বলে বর্ণনা করেছেন ওমর আবদুল্লা।

4/5

ওমর আবদুল্লা টুইট করেছেন, ইডির জেরা  নিয়ে বিবৃতি দেবে ন্যাশন্যাল কন্ফারেন্স। রাজ্যের মর্যাদা ফেরাতে ন্যাশন্যাল কন্ফারেন্স ও পিডিপি জোট বাঁধার পরই ওই পদক্ষেপ নিল কেন্দ্র।

5/5

ফারুককে ইডির জেরা নিয়ে সরব হয়েছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতিও। তিনি বলেছেন, উপত্যকার প্রধান দলগুলি একজোট হওয়ার পরই কেন্দ্র ভয় পেয়েছে। তাই এসব করা হচ্ছে।