প্রকাশ্যে এল Royal Enfield এর নতুন কনসেপ্ট মোটরসাইকেল

Nov 07, 2018, 15:20 PM IST
1/4

সব জল্পনার শেষ করে নিজেদের নতুন ববার স্টাইল কনসেপ্ট মোটরসাইকেল লঞ্চ করে দিল রয়্যাল এনফিল্ড। মঙ্গলবার ইতালির মিলানে EICMA 2018-এ নতুন মোটরসাইকেলটি প্রকাশ্যে আসে। মোটরসাইকেলটি রয়্যাল এনফিল্ডের ঐতিহ্যবাহী রয়্যাল এনফিল্ড কে এক্স-এর অনুকরণে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আপাতত Royal Enfield Concept KX নামে ডাকা হচ্ছে একে। 

2/4

নতুন এই মোটরসাইকেলে রয়েছে ৮৩৮ সিসি V শেপড টুইন অয়েল কুলড ইঞ্জিন। রয়েছে বিশাল ১৯ ইঞ্চির চাকা। সিটের উচ্চতা ৭৪০ মিমি। 

3/4

সামনের চাকায় রয়েছে টুইন ডিস ব্রেক। পিছনে রয়েছে সিঙ্গল ডিস ব্রেক। রয়েছে এলইডি ডিআরএল ও হেডল্যাম্প। 

4/4

পুরনো মোটরসাইকেল থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো হলেও এই মোটরসাইকেলে রয়েছে ভবিষ্যতমুখী যাবতীয় ফিচার। তবে কবে এই মোটরসাইকেলের উত্পাদন শুরু হবে তা নিয়ে মুখ খোলেনি সংস্থা।