Eid-Al-Adha 2023: বৃষ্টির ভ্রূকুটি মাথায় নিয়ে কলকাতায় ঈদ পালন, নমাজে মুখরিত রেড রোড

Jun 29, 2023, 14:25 PM IST
1/8

ঈদ-উল-আজহা

Happy Eid Al Adha 2023

অয়ন ঘোষাল: ঈদ-উল-আদাহ দ্বিতীয় সবচেয়ে শুভ ইসলামিক উৎসব। এই দিনটি বকরি ঈদ, বকরিদ, ঈদুল আযহা, ঈদ কোরবান বা কুরবান বায়ারামি নামেও পরিচিত। বৃষ্টির মধ্যেই এদিন রেড রোডে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ জমা নমাজ পড়তে জমা হয়েছিলেন। 

2/8

ঈদ-উল-আজহা

Happy Eid Al Adha 2023

এ কুরবানি কেবল পশু কুরবানি নয়। নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, নীচতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, আমিত্ব ও অহংকার ত্যাগের কুরবানি।

3/8

ঈদ-উল-আজহা

Happy Eid Al Adha 2023

হিজরি ক্যালেন্ডারের দ্বাদশ ও শেষ মাস ধুল হিজার দশম দিনে পালিত হয় ঈদ-আল-আদাহ। জানা যায়, হজরত ইব্রাহিম, আল্লার স্বপ্নাদেশ অনুযায়ী নিজের ছেলেকে আল্লার কাছে কুরবানি বা উৎসর্গ করতে গিয়েছিলেন। 

4/8

ঈদ-উল-আজহা

Happy Eid Al Adha 2023

ভারতীয় মুসলিমদের প্রাচীনতম এবং বৃহত্তম সামাজিক-ধর্মীয় সংগঠন জমিয়াত উলেমা-ই-হিন্দ ঘোষণা করেছে যে ঈদ-উল-আযহা ২৯ জুন উদযাপিত হবে

5/8

ঈদ-উল-আজহা

Happy Eid Al Adha 2023

এই দিনে পশুকে কুরবানি দেওয়ার প্রথা রয়েছে। যদিও কোরানে কুরবানি সম্পর্কে যা বলা রয়েছে, তা হল- “মাংস বা রক্ত কোনটাই আল্লাহর কাছে পৌঁছয় না, পৌঁছয় সকলের মনের পবিত্র ইচ্ছা।”

6/8

ঈদ-উল-আজহা

Happy Eid Al Adha 2023

নতুন চাঁদ দেখেই দু'টি ঈদ শুরু হয়। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীরা এই উত্‍সবে মেতে ওঠেন। এদিন ছোট-বড় নির্বিশেষে সবাই নতুন জামা পরেন। 

7/8

ঈদ-উল-আজহা

Happy Eid Al Adha 2023

বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত গার্ডেনরিচ রোডের রামনগর ক্রসিং থেকে আবদুল খাবির রোড পর্যন্ত রাস্তা, আকরা রোড, পাহাড়পুর রোডের সড়ক থেকে অ্যাসবেস্টস রোড পর্যন্ত রাস্তা, রেলওয়ে লাইন রোডে পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে।

8/8

ঈদ-উল-আজহা

Happy Eid Al Adha 2023

ঈদের সকালে রেড রোডে  প্রতি বছর নামাজে অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে, তবে শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার সকালে ইদের নমাজে উপস্থিত থাকতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।