ভোটদাতাদের পরিচিতি গোপন রাখতে ছত্তিসগঢ়ে বিশেষ এই ব্যবস্থা নিচ্ছে কমিশন!

Oct 14, 2018, 11:47 AM IST
1/5

S 5

S 5

আগামী ১২ ও ২০ নভেম্বর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ছত্তিসগঢ়ে। রাজ্যের মাওবাদী অধ্যুসিত এলাকায় ভোটগ্রহণ করা এখন নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ।

2/5

S 4

S 4

মাও অধ্যুসিত এলাকায় ভোটদাতাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা নিতে পারে কমিশন। এর মধ্যে একটি হল ভোটারদের পরিচিত যতটা সম্ভব গোপন করা।

3/5

S 3

S 3

ভোটদানের সময়ে আঙুলে যে কালি লাগিয়ে দেওয়া হয় তা রয়ে যায় বেশ কিছুদিন। এবার সেই কালি নাও দেওয়া হতে পারে। এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে।

4/5

S 2

S 2

ছত্তিসগঢ়ের ১৪টি এলাকায় মাওবাদীদের প্রভাব রয়েছে। রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক ওইসব এলাকায় ভোটদাতাদের আঙুলে কালি না লাগানোর সুপারিশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে।

5/5

s 1

s 1

ছত্তিসগঢ়ে ভোটদানের ব্যাপারে বরাবরই বাধা দিয়ে আসছে মাওবাদীরা। ফলে আঙুলে কালি থাকলে সহজেই মাওবাদীদের টার্গেট হয় যাওয়ার সম্ভাবনা রয়েছে ভোটদাতাদের।