কমিশনের নির্দেশে নজরবন্দি অনুব্রত, কী কী বিধিনিষেধ আরোপ হল?

Apr 28, 2019, 21:37 PM IST
1/6

নজরবন্দি অনুব্রত

কমিশনের নির্দেশে নজরবন্দি অনুব্রত, কী কী বিধিনিষেধ আরোপ হল?

নির্বাচন কমিশনের নির্দেশে নজরবন্দি হলেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

2/6

নজরবন্দি অনুব্রত

কমিশনের নির্দেশে নজরবন্দি অনুব্রত, কী কী বিধিনিষেধ আরোপ হল?

সোমবার বীরভূমের দুই লোকসভা কেন্দ্র বীরভূম ও বোলপুরে ভোট। তার আগেই রাত থেকেই নির্বাচন কমিশন নজরদারি বসাল অনুব্রত মণ্ডলের উপর।

3/6

নজরবন্দি অনুব্রত

কমিশনের নির্দেশে নজরবন্দি অনুব্রত, কী কী বিধিনিষেধ আরোপ হল?

রবিবার রাত থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত তাঁর উপর কমিশন ঠিক কী কী বিধিনিষেধ আরোপ করল, সেটাই জেনে নেওয়া যাক।

4/6

নজরবন্দি অনুব্রত

কমিশনের নির্দেশে নজরবন্দি অনুব্রত, কী কী বিধিনিষেধ আরোপ হল?

কমিশনের নির্দেশে, অনুব্রত মণ্ডল এখন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলে গেলেন। তাঁর সঙ্গে এখন থেকে সবসময় থাকবেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাঁকে ক্যামেরায় নজরবন্দি করেও রাখা হবে।

5/6

নজরবন্দি অনুব্রত

কমিশনের নির্দেশে নজরবন্দি অনুব্রত, কী কী বিধিনিষেধ আরোপ হল?

এই সময়ের মধ্যে ফোন ব্যবহার করতে পারবেন না। ফোন জমা রাখতে হবে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে। দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলতে পারবেন না।

6/6

নজরবন্দি অনুব্রত

কমিশনের নির্দেশে নজরবন্দি অনুব্রত, কী কী বিধিনিষেধ আরোপ হল?

সোমবার শুধুমাত্র ভোট দেওয়ার জন্য বুথে প্রবেশের অনুমতি রয়েছে তাঁর কাছে। আর কোনও বুথে তিনি ঢুকতে পারবেন না। সোমবার দিনভর পার্টি অফিসেই থাকতে হবে অনুব্রতকে।