চলতি অর্থবর্ষেই সুদ কমল প্রভিডেন্ড ফান্ডের, চিন্তার ভাঁজ ৬ লক্ষ কর্মচারীর

Mar 05, 2020, 13:49 PM IST
1/5

কোপ পড়ল পিএফ খাতে। ২০১৯-২০ অর্থবর্ষে সুদের হার কমিয়ে ৮.৫০ শতাংশ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। 

2/5

২০১৮-১৯ অর্থবর্ষে পিএফ সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ।

3/5

বছরও কাটল না। সুদের হার বাড়িয়েও ফের কমিয়ে দেওয়া হল। 

4/5

গত বছর সেপ্টেম্বরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানিয়েছিলেন, ২০১৮-১৯ অর্থবর্ষে কর্মচারীদের জমা দেওয়া টাকায় ৮.৬৫ শতাংশ সুদ দেওয়া হবে। এর আগে কর্মচারীরা সুদ পেতেন ৮.৫৫ শতাংশ। 

5/5

এ দিন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানান, ইপিএফও-র সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে অছি পরিষদ।  সরকারের  আয় বাড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের এই সিদ্ধান্তে ইপিএফও-র আওতায় থাকা প্রায় ৬ কোটি মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ল।