অ্যাকাউন্টে জমা পড়বে পিএফ-এর সুদের টাকা! এক মিসড কলেই জেনে নিন আপনি কত পাচ্ছেন

| Sep 26, 2019, 13:13 PM IST
1/6

EPF balance

EPF balance

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) আওতায় থাকা কর্মচারীদের জন্য সুখবর! ২০১৮-’১৯ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীদের যে পরিমাণ টাকা জমা হয়েছে, তার উপর ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

2/6

EPF balance

EPF balance

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার আগেই এ কথা জানিয়ে দিয়েছিলেন। অর্থাৎ, সরকারি, বেসরকারি চাকরিজীবীদের পিএফ অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে মোটা টাকা।

3/6

EPF balance

EPF balance

সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানান, ইপিএফও-র (EPFO) আওতায় থাকা ৬ কোটিরও বেশি কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে মোট জমা টাকার উপর ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

4/6

EPF balance

EPF balance

অর্থাৎ, ৬ কোটিরও বেশি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে মোট ৫৪ হাজার কোটি টাকা!

5/6

EPF balance

EPF balance

ইপিএফ ব্যালান্স জানতে হলে ইপিএফ ওয়েবসাইটে (www.epfindia.gov.in) ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) দিয়ে লগ ইন করে ই-পাসবুক থেকে তা দেখা নেওয়া যায়।

6/6

EPF balance

EPF balance

এ ছাড়াও রেজিস্টার করা নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসড কল দিলেই মোবাইলে ইপিএফ ব্যালান্স সংক্রান্ত তথ্য এসএমএস-এর মাধ্যমে পেয়ে যাবেন।