'বিপজ্জনক বাড়ি খালি করে অনত্র চলে যান', ঝড়ের আগে মাইকিং কলকাতা পুলিসের

May 19, 2020, 22:41 PM IST
1/5

কলকাতার যে সব জায়গায় দুর্যোগে ক্ষতি হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই সেসব জায়গায় ব্যবস্থা নেওয়া শুরু করেছে কলকাতা পুলিস।

2/5

আপফানের প্রভাব পড়বে কলকাতাতেও। প্রস্তুত কলকাতা পুলিস।  

3/5

কলকাতায় যে পুরনোবাড়িগুলির ভগ্ন দশা সেখান থেকে বাসিন্দাদের  সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা টিমও।

4/5

আমফান সতর্কতায় শহরের সব থানার ওসি ও ডিসিদের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন কলকাতা পুলিস কমিশনার। 

5/5

দুপুর ১২টা থেকে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক শুরু হয়।