অশুভকে আমরা হারাবই, জাগো বাংলা-র শারদ সংখ্যায় লিখলেন মমতা

Oct 12, 2020, 23:31 PM IST
1/5

করোনা আবহে অশুভের বিরুদ্ধে লড়াইয়ের ডাক। অশুভকে আমরা হারাবই, জাগো বাংলা-র শারদীয়াতে এমনটাই লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য ও ছবি-কমলিকা সেনগুপ্ত

2/5

সোমবার তৃণমূলের পত্রিকার শারদীয়া সংখ্যার উদ্বোধন করেন মমতা। করোনা আবহাওয়ার কথা যেমন নেত্রী বলেন তেমনি শারদীয়া সংখ্যায় তার লেখার পরতে পরতে সেই দুঃখের কথা লিখেছেন।

3/5

বিজেপি যেন তেন প্রকারে ক্ষমতা দখল করতে চাইছে। তা যে এত সহজে হবে না তা স্পষ্ট করেন মমতা। জাগো বাংলা শারদীয়া সংখ্যায় একটা জিনিস স্পষ্ট হয়েছে, একুশের নির্বাচন, বিজেপি ও কেন্দ্র সরকার তৃণমূলের মূল আক্রমণের জায়গা।

4/5

সুব্রত বক্সী যেরকম লিখেছেন, একুশের নির্বাচন কঠিন নয় তাত্পর্যপূর্ণ। ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলার মাটিকে ধর্ম নিয়ে রাজনীতি করে কলুষিত করছে বিজেপি।

5/5

পার্থ চ্যাটার্জি শিক্ষানীতি ও শিক্ষায় গৈরিকীকরণ করা হয়েছে বলেও লেখেন। নেত্রী থেকে অভিষেক, পার্থ চ্যাটার্জি থেকে শোভনদেব প্রত্যেকের লেখার নিশানায় বিজেপি। শারদীয়া সংখ্যা পড়ে বেশ বোঝা যায় আগামী বছর রাজ্যে নির্বাচন।