Exclusive: কেমন হল কুমারটুলির কেকে? ফার্স্ট লুক জি২৪ঘণ্টায়

Jun 29, 2022, 08:33 AM IST
1/6

কোথায় এসেছিলেন কেকে?

kk from kumartuli

অয়ন ঘোষাল: কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী আগেই জানিয়েছিলেন, তার ওয়ার্ডেই স্যার গুরুদাস মহাবিদ্যালয়। যারা কলেজ ফেস্টে কলকাতায় এনেছিল কৃষ্ণ কুমার কুন্নাথ অর্থাত কেকে-কে।

2/6

কী ঘটেছিল সেই দিন?

what happened to kk

তারপরই নজরুল মঞ্চের সেই অভিশপ্ত সন্ধ্যা। চিরকালের জন্য দেশ হারাল তার এক উজ্জ্বল তারকাকে।

3/6

কোন পুজর থিম কেকে?

kk is the theme of which puja?

সেই কেকে-ই এবার অমল চক্রবর্তীর পুজো কবিরাজবাগান সর্বজনীনের থিম। 

4/6

কে বানালেন মূর্তি

who made the idol?

থিম রচনায় কাউন্সিলর স্বয়ং। কুমারটুলির শিল্পী মন্টি পালকে দেওয়া হয়েছিল কেকে-র অবয়ব মূর্তি তৈরির বরাত।

5/6

কোথায় থাকবে এই মূর্তি

where will this idol be kept?

পুজো মণ্ডপে মা দুর্গার পাশেই স্থান পাবে এই মূর্তি।

6/6

মূর্তির ফার্স্ট লুক জি 24 ঘণ্টায়

first look at zee 24 ghanta

এই মূর্তির প্রথম লুক দেখা গেল জি২৪ঘণ্টায়।