সম্পর্ক ছিন্ন করেছে শিবসেনা। মোদী সরকার থেকে দলের সাংসদকে সরিয়ে নিয়েছে উদ্ধব ঠাকরের দল। এমনকি সংসদে বিরোধী আসনে বসার কথাও ঘোষণা করেছেন সঞ্জয় রাউত। তার পরেও বাল ঠাকরের প্রয়াণ দিবসে তাঁর স্মরণসভায় হাজির দেবেন্দ্র ফডণবীস।
2/5
S 4
ছেলেকে নিয়ে স্মরণসভায় এসেছিলেন উদ্ধব ঠাকরে। তাঁর সঙ্গে দেখা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কিন্তু তেমন কোনও কথাই হল না।
photos
TRENDING NOW
3/5
S 3
স্মরণসভায় ফডণবীসকে দেখেই শিবসেনা সমর্থকরা স্লোগান দেন, সরকার গড়বে শিবসেনা।
4/5
S 2
শিবসেনার সঙ্গে বিচ্ছেদ হলেও মারাঠিমন জয় করতে কসুর করেননি ফডণবীস। সকালেই তিনি টুইট করেন, আমাদের অনুপ্ররণা বালাসাহেব। মৃত্যুবার্ষিকীতে তাঁকে প্রণাম।
5/5
s 1
উল্লেখ্য, রবিবার করকার গঠনের কথা জোর দিয়ে বলেছে শিবসেনা। তবে শিবসেনার সঙ্গে জোটের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি কংগ্রেস ও এনসিপি। প্রশ্ন উঠেছে এর মধ্যেই সেনা সম্পর্কে মেরামত করার কাজ শুরু করে দিল শিবসেনা!