চিনারপার্কে জনবহুল এলাকায় বাড়ির মধ্যে রমরমিয়ে চলছিল `কারবার`, পুলিসি হানায় পর্দাফাঁস
কমলাক্ষ ভট্টাচার্য : রমরমিয়ে চলছিল জাল আধার কার্ড তৈরি। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিতেই পুলিসের জালে অভিযুক্ত।
ধৃতের নাম প্রসেনজিৎ চৌধুরী। বুধবার সন্ধ্যায় চিনারপার্কের দশদ্রোণ এলাকা থেকে অভিযুক্ত গ্রেফতার করে পুলিস।
গোপন সূত্রে খবর পেয়ে চিনারপার্কের দশদ্রোণ এলাকায় হানা দেয় বাগুইআটি থানার পুলিস।
ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয় প্রসেনজিৎ চৌধুরীকে।
ভাড়া বাড়ি থেকে বেশকিছু রবার স্ট্যাম্প, ল্যাপটপ, স্ক্যানার মেশিনও বাজেয়াপ্ত করেছে পুলিস।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দশদ্রোণ এলাকায় ওই ভাড়া বাড়িতে বসেই টাকার বিনিময়ে জাল আধার কার্ড, ভোটার কার্ড বানাত ধৃত।