দীপিকার জুতো বইছেন রণবীর, ভাইরাল ছবি

Apr 23, 2019, 20:59 PM IST
1/5

স্বামী হিসাবে রণবীর যে দীপিকার সবসময় খেয়াল রাখেন, সেকথা আর নতুন করে বলার কিছুই নেই। সম্প্রতি মুম্বইয়ের এক বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর-দীপিকা। 

2/5

বিয়ের অনুষ্ঠান থেকে রণবীর-দীপিকার নানান ছবির মাঝে বিশেষ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে দীপিকার জুতো হাতে করে বইছেন রণবীর সিং। 

3/5

দীপিকা ও রণবীর দুজনেই এই মুহূর্তে ছবির শ্যুটিংয়ে ব্যস্ত হওয়া সত্ত্বেও তারই মাঝে একে অপরের মধ্যে সময় বের করে নিচ্ছেন। 

4/5

তুতো বোনের সঙ্গে দীপবীর। 

5/5

বিয়ে পর দীপিকার বেঙ্গালুরুর বাড়িতে পৌঁছনোর পর সিঁদুর পরা রণবীরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।