আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন তিনি। এরপর কর্নগড় মন্দিরে পুজো দিয়ে সেই রাস্তা দিয়ে ২ কিলোমিটার এগিয়ে কৃষক সনাতন সিং-এর এই বাড়িতেই দুপুরে ভোজন করবেন অমিত শাহ।
photos
TRENDING NOW
3/5
গোটা বাড়ির পাশাপাশি রান্নাঘরেও প্রস্তুতি তুঙ্গে। জানা গিয়েছে, আজ শাহের মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে সরু সাদা চালের ভাত, তিন রকম ভাজা, আলু-পনির-পটলের তরকারি, শুক্তো, শেষ পাতে থাকছে টক দই ও নতুন গুড়ের রসগোল্লা।
4/5
২০১৬-তে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়িটি পেয়েছিলেন সনাতনের দাদু রায়মনি সিং। সেই থেকেই গোটা পরিবার বিজেপি সমর্থক। তাই অমিত শাহ মন্দিরে পুজো দিতে আসছেন শুনে দলের কাছে তার মধ্যাহ্নভোজ আয়োজন করার সুযোগ চেয়ে আবেদন করেন সনাতন। দল সেই আবেদন মঞ্জুর করতেই প্রস্তুতি শুরু হয়ে যায়।
5/5
গোবর দিয়ে নিকোনো হয়েছে দাওয়া। ক্যানাল দিয়ে মেটাল ডিটেকশন দিয়ে বাড়ির তল্লাশি চলেছে। এরপর গোটা বাড়ি স্যানিটাইজ করা হয়। সমস্ত সুরক্ষাবিধি মেনেই চলছে প্রস্তুতি