Farmers` protest : আন্দোলনের মাঝেই আত্মহত্যার চেষ্টা কৃষকের, সিংঘু সীমান্তে হইচই
Singhu Border-এ আন্দোলনরত এক কৃষক আত্মহত্যার চেষ্টা করলেন। নিরঞ্জন নামের সেই কৃষকের বয়স ৬৫ বলে জানা গিয়েছে।
আন্দোলনের মাঝে সবার আড়ালে তিনি একটি সুইসাইড নোট লিখেছিলেন বলেও জানিয়েছেন পুলিসের এক আধিকারিক।
সোমবার আন্দোলনরত সেই কৃষক বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছানো হয়।
পাঞ্জাবের তরনতারনের বাসিন্দা ওই কৃষককে রোহতকের PGIMS-তে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
এর আগে সিংঘু সীমান্তে সন্ত রাম সিং আত্মহত্যা করেছিলেন। এদিন নিরঞ্জন নামের সেই কৃষক আত্মহত্যার চেষ্টা করায় সেখানে হইচই পড়ে যায়।
পুলিস নিরঞ্জন নামের ওই কৃষকের জবানবন্দি নেবে। কোন পরিস্থিতিতে তিনি সুইসাইড নোট লিখে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন, তাও খতিয়ে দেখা হবে।