Farmers' Protest : রিহানার টুইটের প্রতিবাদ, 'সুবিধাবাদী' বলে আক্রমণ Akshay, Ajay-কে

Feb 04, 2021, 13:24 PM IST
1/6

কৃষক আন্দোলন নিয়ে উত্তাল প্রায় গোটা দেশ। কৃষক আন্দোলন নিয়ে মার্কিন পপ তারকা রিহানার টুইটের পর #IndiaAgainstPropaganda হ্যাশট্যাগ জুড়ে প্রতিবাদ শুরু করেন ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। শচীন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা অক্ষয় কুমার, প্রতিবাদে সামিল হন অনেকেই। কৃষক আন্দোলনের মতো ভারতের নিজস্ব বিষয় নিয়ে কেন রিহানারা টুইট করছেন বলে যখন প্রশ্ন তোলেন অক্ষয় কুমার, অজয় দেবগণরা, সেই সময় তাঁদের বিরুদ্ধে পালটা আক্রমণ শুরু করেন নেট জনতার একাংশ। অক্ষয় কুমার এবং অজয় দেবগণকে সবচেয়ে বড় সুবিধাবাদী বলেও করা হয় আক্রমণ।

2/6

অর্থের বিনিময়ে করণ জোহর কৃষক আন্দোলনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন বলে কটাক্ষ করা হয়

3/6

কৃষক আন্দোলন দেশের নিজস্ব বিষয়। এখানে কানাডার মানুষ যেন নাক গলাতে না আসেন বলে কটাক্ষ করেন এক ব্যক্তি 

4/6

বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করতে চলে এলেন অজয় দেবগণ। টুইটের মাধ্যমে এভাবেই আক্রমণ করা হয় অজয় দেবগণকে 

5/6

কৃষক আন্দোলন নিয়ে বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান বলে মন্তব্য করেন অক্ষয় কুমার এবং অজয় দেবগণ।  #IndiaAgainstPropaganda হ্যাশট্যাগ নিয়ে যখন বলিউডের একাংশের তারকারা সরব হন, সেই সময় অক্ষয় কুমার এবং অজয় দেবগণকে সবচেয়ে বড় সুবিধাবাদী বলে আক্রমণ করেন নেট জনতার একাংশ

6/6

বিজেপির আইটি সেলে অজয় দেবগণ, করণ জোহর, একতা কাপুরদের স্বাগত। অক্ষয় কুমার অবশ্য আগে থেকেই ছিলেন এই আইটি সেলে। এভাবেও আক্রমণ করা হয় বলিউড তারকাদের একাংশকে