1/5
মাঠে 'অপার্থিব' লড়াই পার্থিবের
2/5
মাঠে 'অপার্থিব' লড়াই পার্থিবের
photos
TRENDING NOW
3/5
মাঠে 'অপার্থিব' লড়াই পার্থিবের
4/5
মাঠে 'অপার্থিব' লড়াই পার্থিবের
মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে পার্থিবের বাবা আইসিইউতে ভর্তি। গত কয়েক মাস ধরে। অবস্থার কোনও উন্নতি হয়নি। পার্থিব বলছিলেন, ''১২ দিন আমি হাসপাতালে কাটিয়েছি। বাড়ি ফিরতে পারিনি। তখন মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট চলছিল। আমি অনেকগুলো ম্যাচ খেলতে পারিনি। যতক্ষণ মাঠে খেলি ততক্ষণ মাথা থেকে সমস্ত চিন্তা দূরে সরিয়ে রাখি। কিন্তু ড্রেসিংরুমে ফিরলেন আগা মোবাইল চেক করি। কোনও খারাপ খবর এল না তো!''
5/5
মাঠে 'অপার্থিব' লড়াই পার্থিবের
বেঙ্গালুরুর ওপেনার বলছিলেন, ''আমি না থাকলে আমার মা ও স্ত্রীকে ডাক্তারদের সঙ্গে কথা বলতে হয়। ওরা সব সময় আমাকে সবটা জানাতেও পারে না। ম্যাচ শেষ হওয়ার পরই ওরা আমায় ফোন করে। ম্যাচ শেষ হলে আমার মাথাতেও বাবাকে নিয়ে চিন্তা আসে সবার আগে। কতদিন এভাবে চলবে জানি না। তবে এই ক্রিকেটে এর কোনও ছাপ পড়তে এখনও দিইনি।''
photos