করোনায় ভেস্তে গেল FIFA-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

May 14, 2020, 15:16 PM IST
1/4

মারণ ভাইরাস করোনায় জেরবার গোটা বিশ্ব। মার্চ মাসের শুরুতেই বন্ধ হয়ে যায় বিশ্বের বিভিন্ন দেশের লিগ। প্রায় দু মাসের বেশি সময় পর ধীরে ধীরে ফুটবল ফিরছে ইউরোপে।

2/4

করোনার কারণে এখনও শেষ করা যায়নি ঘরোয়া লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ। স্থগিত করে দেওয়া হয়েছে এবারের ইউরো কাপ। পরের বছর হবে এই টুর্নামেন্ট। ২০২০ সালের ফিফা বর্ষসেরা পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।  

3/4

সেপ্টেম্বরে ইতালির মিলান শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিফা দ্য বেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

4/4

করোনায় ভেস্তে গেল ফিফা-র দ্য বেস্ট! অর্থাত্ চলতি বছরে মেসি কিংবা রোনাল্ডোর কারোর হাতেই উঠছে না এবার পুরস্কার।