মার্চের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে দেশের অর্ধেক এটিএম!

Nov 22, 2018, 17:12 PM IST
1/5

S 5

S 5

গোটা দেশে এটিএমের সংখ্যা কমে অর্ধেক হয়ে যেতে পারে। এমনই এক সম্ভাবনা তৈরি হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের একটি গাইডলাইনকে ঘিরে।

2/5

S 4

S 4

নিরাপত্তা বাড়ানোর যেসব ব্যবস্থা করতে বলা হয়েছে তার খরচ তাতেই বন্ধ করে দিতে হতে পারে ওইসব এটিএম। বুধবার এনিয়ে হুঁশিয়ারি দিয়েছে কনফেডারেশন অব এটিএম ইনডাস্ট্রিজ।

3/5

S 3

S 3

কনফেডারেশন জানিয়েছে আগামী ২০১৯ সালের মার্চ পর্যন্ত চলবে। তারপরেই বন্ধ করে দেওয়া হতে পারে দেশের ১.১৩ লাখ এটিএম।

4/5

S 2

S 2

কনফেডারেশনের ডিরেক্টর ভি বালাসুব্রহ্মণ্যম জানিয়েছেন আরবিআই যেভাবে সফটওয়ার ও হার্ডওয়ার আপডেট করতে বলেছে তাতে বিপুল খরচ। ফলে বন্ধ করে দেওয়া হতে পারে ওইসব এটিএম।

5/5

s 1

s 1

গত এপ্রিল মাসে আরহবিআই ব্যাঙ্ক ও এটিএম অপারেটরদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলে। এতে খরচ হওয়ার কথা ৪৮০০ কোটি টাকা।