'ব্যালান্স তবে আজও হারায়নি', সাইকেল বে-র উদ্বোধনে এসে এক পাক দিলেন পুরমন্ত্রীও

Sep 29, 2020, 22:44 PM IST
1/5

কমলিকা সেনগুপ্ত : তাঁর জন্য লাল বাতির গাড়ি রয়েছে। কিন্তু তিনি এদিন সাইকেল চালালেন। ক্য়ামেরাবন্দি হল সেই ছবি। সাইকেল চালালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

2/5

নিউ নর্মাল লাইফে সাইকেল মানুষের দৈনন্দিন জীবনে অত্যন্ত দরকারি হয়ে উঠেছে সাইকেল। লকডাউন এবং তারপর আনলক পর্বে বাস্তব পরিস্থিতি ও সময় আমাদের বুঝিয়ে দিয়েছে যে সাইকেল এখন কতটা দরকার।

3/5

এই দরকারের কথা  মাথায় রেখেই নিউ টাউনে তৈরি হয়েছে সাইকেল বে। গ্রাম্যজীবনে সাইকেলের গুরুত্ব বরাবরই ছিল। কিন্তু করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শহরেজীবনেও সাইকেলের প্রয়োজনীয়তা।

4/5

আর তাই শহরে সাইকেল লেন তৈরির দাবিও উঠেছে। সেইমত প্রশাসনিক স্তরে পরিকল্পনাও গ্রহণ হয়েছে। ২১টি সাইকেল স্টেশনে থাকবে ৫০০টির উপরে সাইকেল। 

5/5

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পুরমন্ত্রী। সেখানেই নিজেও এক পাক সাইকেল চালিয়ে নেন তিনি। ঝালিয়ে নেন নিজের স্কিল। মন্ত্রী বলেন, "ছোটবেলায় সাইকেল চালাতাম। আজ অনেকদিন পর সাইকেল চালিয়ে দারুণ লাগল। ব্যালান্স তবে আজও হারায়নি।"