২৫ লক্ষ লিটার জল নিয়ে চেন্নাইয়ে ছুটল ট্রেন

Jul 12, 2019, 19:37 PM IST
1/7

জল সঙ্কটের কারণে শহরের বেশকিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের ঘর থেকে বসে কাজ করতে নির্দেশ দিয়েছে।

2/7

কা। বর্তমানে চেন্নাইয়ে জল সরবারহ করে মেট্রোপলিটান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়েজ বোর্ড। জোলারপেট থেকে জল নিয়ে যেতে রোজ খরচ হবে রোজ সাড়ে আট লাখ টাকা।

3/7

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী পালানিস্বামী ঘোষণা করেছিলেন, চেন্নাইয়ে নিয়ে আসা হবে রোজ ১ কোটি লিটার জল। 

4/7

বৃহস্পতিবার ওই ট্রেনটির চেন্নাই যাওয়ার কথা ছিল। কিন্তু ওয়াগনের ভাল্বে লিক থাকায় যাত্রা পিছিয়ে দেওয়া হয়

5/7

চেন্নাইয়ের তীব্র জলকষ্ট সামাল দিতে ওই জল নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

6/7

বিকেলে চেন্নাইয়ে তা পৌঁছেছে। ওই ট্রেনে রয়েছে ২৫ লক্ষ লিটার জল। 

7/7

দক্ষিণ রেলের তরফে জানানো হয়েছে, ৫০ ওয়াগনের বিশেষ একটি ট্রেন শুক্রবার ভেলোর জেলার জোলারপেট স্টেশন থেকে যাত্রা করেছে।