মুরগির মতো মাছেও মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক। আম বাঙালির প্রতিদিনের পাতে যে পদটা না হলে মুখে ভাতই ওঠে না, সেই মাছে মিলছে বিষ!
2/10
Fish_2
হ্যাঁ, পাতিপুকুর বাজার থেকে মানিকতলা বাজার সর্বত্রই বিক্রি হচ্ছে রাসায়নিকে সংরক্ষিত মাছ, এমনই অভিযোগ উঠেছে।
photos
TRENDING NOW
3/10
Fish_3
মাছকে টাটকা রাখতে এমনিতে বরফে রাখা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, বরফ ছাড়াই ভিন রাজ্য মাছ আসছে পশ্চিমবঙ্গে। বরফে খরচ বেশি। তাই ফরমালিন নামে একটি রাসায়নিক মিশিয়ে রোখা হচ্ছে মাছের পচন।
4/10
Fish_4
অনেকক্ষেত্রে এই অভিযোগ মেনে নিচ্ছেন মত্স্য ব্যবসায়ীরাও।
5/10
Fish_5
বিশেষজ্ঞদের মতে, ফরমালিন মেশালে মিষ্টি জলের মাছে গুণগত পরিবর্তন হয়।