এই প্রথম বারাণসীর গঙ্গায় বিলাসবহুল প্রমোদতরী

Sep 02, 2018, 15:18 PM IST
1/8

বিলাসবহুল প্রমোদতরী

Baranasi_1

গঙ্গার বুকে ভাসছে অলকানন্দা। ভারতের এই প্রথম অত্যাধুনিক এবং বিলাস বহুল প্রমোদতরী চলাচল করছে বারাণসীর গঙ্গায়। সৌজন্যে নর্দিক ক্রুজলাইন সংস্থা।

2/8

বিলাসবহুল প্রমোদতরী

Baranasi_2

বারাণসীকে আরও পর্যটনমুখী করে তুলতেই এমন অভিনব পদক্ষেপ যোগী সরকারের। খিড়কী ঘাট থেকে মোট ৮৪টি ঘাটের সঙ্গে যোগাযোগ রাখবে অলকানন্দা। 

3/8

বিলাসবহুল প্রমোদতরী

Baranasi_3

পাঁচ তারা লাক্সারি সুবিধা পাওয়া যাবে এই প্রমোদতরীতে। ৩০ মিটার লম্বা ক্রুজের ১১০টি আসন রয়েছে। এটি দ্বিতল বিশিষ্ট।

4/8

বিলাসবহুল প্রমোদতরী

Baranasi_4

প্রাথমিকভাবে বারাণসীতেই এই ফেরি চলাচল সীমাবদ্ধ থাকবে। এখানে প্রত্যেকটি আসনই সোফা-স্টাইলে তৈরি। গঙ্গার বুকে দাঁড়িয়েই সূর্যদোয়, সূর্যাস্ত বা সন্ধ্যার আরতির উপভোগ করতে পারেন পর্যটকরা।

5/8

বিলাসবহুল প্রমোদতরী

Baranasi_5

জিপিএস, ওয়াইফাইয়ের সুবিধা থাকবে এই ক্রুজে। বায়োটয়লেটের ব্যবস্থা রয়েছে। খাদ্য তালিকাতেও রয়েছে অভিনব ব্যবস্থা। বারাণসীর মতো ঐতিহ্য এবং সংস্কৃতিপূর্ণ জায়গার কথা মাথায় রেখে এখানে পদেও সামঞ্জস্য রাখা হয়েছে।

6/8

বিলাসবহুল প্রমোদতরী

Baranasi_6

বারাণসীতে যেমন কচুরী, জিলেপি বিখ্যাত, গঙ্গার বুকে বসে সকালের জলখাবারে এই খাবার পাওয়া যাবে। প্রতি দিনই আমিষ এবং নিরামিষ দুই ধরনের নানা পদের ব্যবস্থা করা হবে বলে জানান কর্তৃপক্ষ।

7/8

বিলাসবহুল প্রমোদতরী

Baranasi_7

দ্বিতল বিশিষ্ট এই প্রমোদতরীর প্রথম তল সম্পূর্ণ বাতানুকুলের সুবিধা রয়েছে। এবং গঙ্গার অপরূপ পরিবেশ উপভোগ করার জন্য দ্বিতল থাকছে উন্মুক্ত।

8/8

বিলাসবহুল প্রমোদতরী

Baranasi_8

দিনে দু’বার যাত্রা করবে এই প্রমোদতরী। সকালে এবং সন্ধেবেলায় প্রতি দিন দু’ঘণ্টা করে ১২ কিলোমিটার চলাচল করবে অলকানন্দা। এই প্রমোদতরীকে পরীক্ষামূলক ভাবে  চালিয়ে দেখা হয় কলকাতার হুগলি নদীতে।