ছোট কিচেনের জায়গা বাড়িয়ে ফেলুন একটু অন্যরকম ভাবে সাজিয়ে

Sep 09, 2018, 15:00 PM IST
1/5

S 5

S 5

কিচেনে জায়গা ছোট হল তাকে অন্যভাবে ডেকরেট করা যেতে পারে। জায়গা ছোট অথচ হাতের কাছেই সবকিছু পাওয়া গেলে বহু সমস্যার সমাধান হয়ে যাবে হাত বাড়ালেই।

2/5

S 4

S 4

একটু চেষ্টা করলে একটা সিঙ্গল বোল সিঙ্কেই কাজ চালিয়ে নেওয়া যায়। তাই কিচেনের আয়তন অনুযায়ী সিঙ্ক বেছে নিন।

3/5

S 3

S 3

জিনিসপত্র রাখার জন্য দেওয়াল একটা ভালো জায়গা। কিচেন ছোট হল দেওয়ালে ফ্যাসনেবল সেলফ বানিয়ে ফেলুন। অনেক জিনিস সেখানে রাখা যাবে।

4/5

S 2

S 2

কিচেনের ক্যাবিনেটের মধ্যে বহু জিনিস ঝুলিয়ে রাখা যায়। পট, প্যান, তাওয়া ক্যাবিনেটের দেওয়ালে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করুন। অনেক জায়গা বাঁচবে।

5/5

s 1

S 1

মেঝের মধ্যে টেবিল সমান উুঁচু কোনও ক্যাবিনেট বানানো যেতে পারে। এটিকে টেবিল ও ক্যাবিনেট দুভাবেই ব্যবহার করা যেতে পারে।