লকডাউনে গৃহবন্দি? এবার আপনার বাড়িতে ৯০ মিনিটেই পৌঁছে যাবে মুদিখানার জিনিস

Jul 28, 2020, 18:39 PM IST
1/5

গ্রোফার্স, বিগ বাস্কেটের মতো এবার সরাসরি মুদিখানার জিনিস, দুধ, মাংস ও অন্যান্য স্টেশনারি দ্রব্যের বাজার বাড়াতে উদ্যোগী Flipkart. সেই উদ্দেশ্যে এবার নতুন পদক্ষেপ সংস্থার।

2/5

অর্ডার করে অপেক্ষা মাত্র ৯০ মিনিটের। অর্থাত্ দেড় ঘণ্টার মধ্যেই আপনার বাড়িতে মুদিখানার জিনিস, দুধ, মাংস ও অন্যান্য স্টেশনারি দ্রব্য পৌঁছে দেবে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট কুইক নামের এই সুবিধায় যদিও লাগবে সামান্য অতিরিক্ত ডেলিভারি চার্জ।

3/5

অর্ডারের পরিমাণ অনুযায়ী দ্রুত ডেলিভারির জন্য আপনাকে দিতে হবে নুন্যতম ২৯ টাকা। তাহলেই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়ে পাবেন এই পরিষেবা।

4/5

 প্রাথমিকভাবে ব্যাঙ্গালুরুতে এই সুবিধা চালু করতে চলেছে ফ্লিপকার্ট। থবে আগামী কয়েক মাসে দেশের আরও ৬টি শহরে এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে সংস্থা।

5/5

ডেলিভারির ক্ষেত্রে ঠিকানা পেতে গিয়ে অনেক সময়ে সমস্যায় পড়েন ডেলিভারি করা ব্যক্তিরা। তাই সেই সমস্যা দূরীকরণে লোকেশন ট্র্যাক করে সরাসরি দ্রুত পৌঁছে দেওয়া হবে অর্ডার।