১৬৪ কোটি! Cryptocurrency-তে কেনা এটাই নাকি আমেরিকার সবচেয়ে দামি পেন্টহাউস

Jun 09, 2021, 20:42 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: জীবনটা একটু অন্যরকম ভাবে কাটাতে কে না চায়? বিশেষ সময়টা প্রিয়জনের সঙ্গে যদি কোনও পেন্টহাউসে কাটানো যায় তবে, আর কি চাই! আর সেই পেন্টহাউস যদি হয় বিশ্বের সবচেয়ে মূল্যবান পেন্টহাউজগুলোর মধ্যে একটা, তবে তো কথাই নেই।

2/6

আমেরিকার ফ্লোরিডার মিয়ামি বিচে রয়েছে এমনই একটি বহুমূল্য পেন্টহাউস। গত ২৭ মে এই পেন্টহাউটি বিক্রি হয়েছে ২২.৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৬৪ কোটি টাকা। আর এই ক্রয়-বিক্রয়ের পুরো পদ্ধতিটাই নাকি হয়েছে cryptocurrency-র মাধ্যমে।

3/6

৫ হাজার ৬৭ স্কোয়্যার ফুটের সেই পেন্টহাউসটির অন্দরমহল দেখে নেওয়া যাক।

4/6

জানা গিয়েছে, পেন্টহাউসটিতে রয়েছে চারটি ঘর, চারটি বাথরুম এবং সমুদ্রমুখী ৩ হাজার স্কোয়্যার ফুটের টেরেস।

5/6

বিক্রেতারা জানান, cryptocurrency-তে সম্পত্তিটি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পর থেকেই ব্যাপক সাড়া মিলেছে।

6/6

বিশেষজ্ঞরা বলছেন, বিটকয়েনের মতো cryptocurrency-র ব্যবহারও ধীরে ধীরে বাড়ছে।