1/7
উড়ন্ত ড্রাগন
2/7
জীবাশ্ম
photos
TRENDING NOW
3/7
টেরোসরাস
4/7
ওসালদো রোজাস
এই ডাইনোসরের জীবাশ্ম প্রথম আবিষ্কার করেছিলেন আতাকামা ডেজার্ট মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরি অ্যান্ড কালচারের অধিকর্তা ওসালদো রোজাস। এরপর চিলি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ নিয়ে গবেষণা চালান। দক্ষিণ গোলার্ধে উড়ুক্কু ড্রাগনের অস্তিত্বের বিষয়টি প্রকাশিত হয়েছে জীবাশ্মবিজ্ঞান নিয়ে কাজ করা এক পত্রিকায় (Acta Palaeontologica Polonica)।
5/7
অতিকায় মহাদেশ গন্ডোয়ানা
এই গবেষণার নেতৃত্ব দেওয়া চিলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোনাথন অ্যালার্কন বলেন, এত দিন পর্যন্ত উড়ুক্কু ড্রাগনের বিচরণ নিয়ে যা জানা ছিল, প্রকৃতপক্ষে তাদের বিস্তৃতি ছিল তার চেয়েও বেশি। শুধু তাই নয়, এই আবিষ্কার থেকে উত্তর ও দক্ষিণ গোলার্ধের প্রাণীদের সম্ভাব্য স্থানান্তর ও তাদের আন্তঃসম্পর্কের সূত্রেরও ইঙ্গিত মেলে। আর এটি এমন একটি সময়ের ইঙ্গিত দেয়, যখন পৃথিবীর অধিকাংশ দক্ষিণাঞ্চলীয় ভূমি গন্ডোয়ানা নামক এক মহা-মহাদেশে সংযুক্ত ছিল।
6/7
বিজ্ঞানী অ্যালার্কন
7/7
আতাকামা মরু
চিলির বিশাল আতাকামা মরুভূমি একসময় প্রশান্ত মহাসাগরে নিচে ডুবে ছিল। ইদানীং এ অঞ্চলের কিছু কিছু জায়গায় কয়েক দশক ধরে বৃষ্টিপাতও হয়নি। জীবাশ্ম অনুসন্ধানকারীদের জন্য এটি তাই আদর্শ জায়গা। মরুভূমির অনেক জায়গায় এখনো কারও স্পর্শ পড়েনি। মরুভূমির পিঠের নীচেই রয়েছে অনেক জীবাশ্ম। যা জীবাশ্মসন্ধানীদের কাছে সোনার খনির চেয়েও দামি!
photos