1/5
দেশজুড়ে ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। তার মধ্যে ৪ বন্দে ভারত এসপ্রেসের সময়সূচির বদল হয়েছে বছরের প্রথম দিন থেকে। রেলের তরফে জানানো হয়েছে নতুন সময়সূচি জানতে আইআরসিটিসি ও এনটিইএসের ওয়েবসাইট দেখে নিতে হবে। যে চার বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি বদল হয়েছে সেগুলি হল দেওঘর-বারাণসী বন্দে ভারত, পাটনা-গোমতীনগর বন্দে ভারত, লখনঔ-দেহরাদুন বন্দে ভারত, গোমতীনগর-বন্দে ভারত এক্সপ্রেস।
photos
TRENDING NOW
3/5
photos