WB Panchayat Election 2023: বুথের বাইরেই স্টল, ফুচকার লোভ দেখিয়ে ভোট টানছে তৃণমূল?

WB Panchayat Election 2023: শনিবার সকাল থেকেই রাজ্যজুড়ে চলছে পঞ্চায়েত ভোট। রাজ্য জুড়ে সন্ত্রাসের ছবি। তার মাঝেই অন্য এক ছবি দক্ষিন বারাসতের একটি বুথে। বুথের বাইরে ফুচকার স্টল রাখা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ফুচকা খাইয়ে তাঁরা ভোট টানার চেষ্টা করছে। কমিশনের কাছে অভিযোগ সিপিএম প্রার্থীর।

Jul 08, 2023, 17:18 PM IST
1/6

বুথের বাইরে ফুচকা

তথাগত চক্রবর্তী: তৃণমুলে ভোট দিলেই বিনামূল্যে মিলছে ফুচকা। ভোট কেন্দ্রের বাইরেই লাগানো হয়েছে ফুচকার স্টল।  

2/6

বুথের বাইরে ফুচকা

এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে জয়নগরের দক্ষিণ বারাসতে গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথের সামনে।  

3/6

বুথের বাইরে ফুচকা

বিষয়টি নিয়ে কটাক্ষ বিরোধীদের। তাঁদের অভিযোগ, ন্যায্য ভোট হলে জিততে পারবে না তাই ফুচকা খাইয়ে ভোট নেওয়া হচ্ছে।  

4/6

বুথের বাইরে ফুচকা

এই বিষয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিআইএম। প্রার্থী অশোক নস্কর নিজেই অভিযোগ করেন। একই অভিযোগ বিজেপিরও।  

5/6

বাম প্রার্থী

বাম প্রার্থী অশোক নস্কর বলেন, ‘ওরা ন্যায্য ভোট হলে জিততে পারবে না। তাই লোককে ভয় দেখিয়ে, সন্ত্রাস করে, লোভ দেখিয়ে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে, ভয় দেখাচ্ছে। আবার ফুচকার লোভ দেখিয়ে ভোট লুঠ করবে। মানুষ ফুচকা খাবে কিন্তু ভোট দেবে না’।    

6/6

বিজেপি প্রার্থী

বিজেপি প্রার্থী সুনীল নস্কর বলেন, ‘এটা একটা মুখরোচক ব্যাপার। ওরা ৫ বছর ধরেই তো খাওয়ায়নি। ওরা শুধু ভোটেই খাওয়ায়। তোলা পয়সায় ফুচকা, মাংস খাওয়াবে। আমাদের সেই টাকাও নেই, আমরা তা খাওয়াতেও পারব না’