1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
প্রসঙ্গত, এই টুইটেরই সামান্য সময় আগেই কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছিলেন বিজেপি সাংসদ। “কতটা নির্বোধ কাজ এটা! ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের থেকে ভাড়া চাইছে সরকার।” তিনি প্রশ্ন তোলেন, বিদেশে আটকে পড়া ভারতীয়দের যদি ফিরিয়ে আনতে বিনামূল্যে উড়ানের ব্যবস্থা করা যায়, তবে দরিদ্র শ্রমিকদের জন্য কেন ট্রেনের টিকিটের দাম নেওয়া হবে? তিনি এও লেখেন যে, “প্রধানমন্ত্রীর করোনা তহবিল থেকে কেন এই ভাড়া মেটানো হচ্ছে না?”
5/7
এর আগে পর্যন্ত রেলের নির্দেশিকায় বলা হয়েছিল যাত্রা করতে ইচ্ছুক শ্রমিকদের নাম নথিভুক্তকরণের করে রেলকে তালিকা পাঠানো, টিকিট বিতরণ ও দাম সংগ্রহ করে রেলের হাতে তুলে দেওয়ার ভার রাজ্য সরকারের। রেলের এই নীতির তীব্র সমালোচনা শুরু হয় দেশজুড়ে। সাধারণত শ্রমিকদের নিয়োগকারী সংস্থার উপর যাতায়াতের খরচ বহনের দায়িত্ব থাকে। তবে, সব ক্ষেত্রে যে তা হয় না তা বলাই বাহুল্য।
6/7
7/7
photos