Fuel Price Hike: মহার্ঘ্য জ্বালানি! এবার রাজ্যে সেঞ্চুরি হাঁকাল ডিজেল

পেট্রলের দাম বাড়ল লিটারে ৩৪ পয়সা।

Oct 23, 2021, 13:31 PM IST
1/6

মহার্ঘ্য জ্বালানি!

Fuel Price Hike

নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরসুমে জ্বালানির দামে (Fuel Price Hike) নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। শনিবার ফের বাড়ল পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম। পেট্রলের দাম বাড়ল লিটারে ৩৪ পয়সা এবং ডিজেলের দাম বাড়ল লিটারে ৩৫ পয়সা।

2/6

দিল্লি

Fuel Price Hike Delhi

দিল্লিতে (Delhi) পেট্রলের (Petrol) দাম বাড়ল লিটার প্রতি ১০৭.২৪ টাকা এবং ডিজেলের (Diesel) দাম লিটার প্রতি ৯৫.৯৭ টাকা। 

3/6

মুম্বই

Fuel Price Hike Mumbai

বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) পেট্রলের (Petrol) দাম বাড়ল লিটার প্রতি ১১৩.১২ টাকা এবং ডিজেলের (Diesel) দাম লিটার প্রতি ১০৪ টাকা। 

4/6

চেন্নাই

Fuel Price Hike Chennai

চেন্নাইতে (Chennai) পেট্রল (Petrol) ১০৪.২২ টাকা/লিটার। সেখানে একশো ছাড়িয়েছে ডিজেলের দাম। চেন্নাইতে ডিজেল (Diesel) ১০০.২৫ টাকা/লিটার।

5/6

পশ্চিমবঙ্গ

Fuel Price Hike West Bengal

রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি হাঁকালো ডিজেল (Diesel)। আলিপুরদুয়ার, কোচবিহারে একশোর গণ্ডি পেরল ডিজেল (Diesel)। আলিপুরদুয়ারে ডিজেল ১০০.১৭ টাকা/লিটার এবং কোচবিহারে ডিজেল ১০০.৫ টাকা/লিটার।

6/6

কলকাতা

Fuel Price Hike Kolkata

কলকাতায় ৩৪ পয়সা বেড়ে পেট্রলের  (Petrol) নতুন দাম ১০৭.৭৮ টাকা/লিটার। ৩৫ পয়সা বেড়ে ডিজেলের (Diesel) নতুন দাম ৯৯.০৮ টাকা/লিটার। সেঞ্চুরি থেকে মাত্র ৯২ পয়সা দূরে ডিজেল।