ইকুয়েডরে বিশ্বের ‘বৃহত্তম হিন্দু রাষ্ট্র’ গঠন ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দের, তৈরি প্রধানমন্ত্রী, ক্যাবিনেটও

Dec 04, 2019, 16:55 PM IST
1/8

যৌন নির্যাতনে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ বিশ্বের বৃহত্তম ‘হিন্দু রাষ্ট্রের’ ঘোষণা করলেন।

2/8

গুজরাটে নিজের আশ্রমে শিশুদের যৌন নির্যাতন করার অভিযোগ রয়েছে নিত্যানন্দের বিরুদ্ধে। ২০১৮ সাল থেকে তাঁর বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণার মামলা চলছে। সম্প্রতি দেশ ছেড়ে পালিয়ে যান নিত্যানন্দ।

3/8

দক্ষিণ আমেরিকায় ইকিউডরের একটি দ্বীপকে বিশ্বের বৃহত্তম হিন্দু রাষ্ট্র ঘোষণা করেন নিত্যানন্দ। নাম দেওয়া হয়, ‘রিপাবলিক অব কৈলাসা’।

4/8

জানা যাচ্ছে, আমেদাবাদের খ্যাতিনামা তিন ব্যক্তি ওই জায়গায় কর্পোরেট এবং সামাজিক পরিবেশ তৈরি চেষ্টা করছেন।

5/8

নিত্যানন্দের অসংখ্য ভক্ত রয়েছে। সূত্রে খবর, এমনই এক ভক্তের মারফত ইকিউডরের সরকারের কাছ থেকে ওই দ্বীপটি কিনে নেন তিনি।

6/8

অসর্মথিত সূত্রে খবর, দক্ষিণের এক অভিনেত্রী ওই রাষ্ট্রের ‘প্রধানমন্ত্রী’ হচ্ছেন। একটি ক্যাবিনেটও থাকছে।

7/8

শিক্ষা, ধর্ম, বাণিজ্য-সহ একাধিক মন্ত্রক তৈরি করা হচ্ছে।

8/8

পতাকা, জাতীয় ফুল, ফল, পশু, পাখি প্রতীকও তৈরি হয়ে গেছে। ইংরেজি, সংস্কৃত, তামিলকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।