EXPLAINED | Future Of Virat Kohli And Rohit Sharma: বিরাট-রোহিত যুগের অবসান! দুই মহীরুহর ভবিষ্যৎ লিখল বিসিসিআই! বোমা ফাটালেন গৌতিই...
Future Of Virat Kohli And Rohit Sharma: সিডনিতেই কি বিরাট-রোহিত যুগের অবসান হয়ে গেল! অকপটে জানিয়ে দিলেন গৌতম গম্ভীর...
1/5
বর্ডার গাভাসকর ট্রফি ২০২৪-২৫
অজিভূমে চরম লজ্জা! ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের! সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ বিজিটি ২০২৪-২৫ জিতে নিল। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। তবে ভারতের জন্য আরও বড় ধাক্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে যাওয়া। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ভারতকে ছাড়া। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। ভারতের অস্ট্রেলিয়ায় ভরাডুবির সঙ্গেই প্রশ্ন উঠে গেল বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে।
2/5
বিজিটি-তে বিরাট কোহলি!
৫ টেস্টের ৯ ইনিংসে বিরাট কোহলির ঝুলিতে এসেছে মাত্র ১৯০ রান! পার্থে প্রথম টেস্টে ১০০ করার পর শেষ সাত ইনিংসে তাঁর সর্বাধিক স্কোর ছিল মাত্র ৩৬ রান! প্রাক্তন ভারত অধিনায়ক ও রানমেশিন কোহলি! বিগত কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিক ভাবে হতশ্রী ফর্মে রয়েছেন। এবার তাঁর লাল বলের কেরিয়ারে সময়ে ফুরিয়ে এসেছে বলেই মত অনকের!
photos
TRENDING NOW
3/5
বিজিটি-তে রোহিত শর্মা
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুড়েছে জোড়া লজ্জা! ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে চুনকাম হওয়া ও এবং অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারা। এর সঙ্গেই জুড়েছে রোহিতের রানের চরম খরা! ২০২৪ সালে ১৪ টেস্টে ও ২৬ ইনিংস মিলিয়ে রোহিতের ঝুলিতে মাত্র ৬১৯ রান এসেছে। গড় ২৪.৭৬, জোড়া সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। বিগত ৯ টেস্টে তাঁর গড় ১০.৯৩ ও চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে যা এসে দাঁড়িয়েছে ৬.২! বিজিটি-তে তিনি টেস্টে মাত্র ৩১ রানই করেছেন! কোহলির মতো রোহিতও চূড়ান্ত সমালোচিত!
4/5
দুই মহীরুহর ভবিষ্যৎ নিয়ে গৌতম গম্ভীর
সিডনি টেস্টের পর বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে গম্ভীর বলেন, 'দেখুন আমি কোনও খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না। এটা তাদের উপরেই নির্ভর করে। আমি শুধু বলতে পারি যে, ওদের এখনও খিদে রয়েছে, আবেগ আছে, ওরা খুবই কঠোর প্রকৃতির। আশা করি ওরা চালিয়ে যেতে পারবে। এগিয়ে নিয়ে যাবে। তবে শেষপর্যন্ত, আমরা সবাই জানি, ওরা যে পরিকল্পনা করুক না কেন, তারা সর্বোত্তমের জন্যই তা করবে।'
5/5
ইংল্যান্ড সফরে ভারত
টিম ইন্ডিয়ার আমূল বদলের নীলনকশা তৈরি হয়ে গিয়েছে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের কথা ভেবেই। আগামী জুনে ভারতের নতুন ডব্লিউটিসি সাইকেল শুরু। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। দেখা যাক বিরাট-রোহিত সেই বিমানে ওঠেন কিনা! তবে চার মাসে অনেক কিছুই ঘটতে পারে। এখন দেখার ভারতীয় ক্রিকেট কোন পথে চালিত হয়!
photos