Gal Gadot: 'আমি শুধু বাঁচতে চেয়েছিলাম'! আট মাসের গর্ভাবস্থায় মৃত্যু মুখে ওয়ান্ডার ওম্যান...
Gal Gadot pregnancy: এত মাস পর অভিনেত্রী তাঁর প্রেগন্যান্সি জার্নির কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, গর্ভাবস্থার সময় তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। আট মাসের গর্ভবতী থাকাকালীন তাঁর মস্তিষ্কে বিশাল বড় পরিমাণে রক্ত জমাট বেঁধে যায়।
1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
তিনি লেখেন, 'ফেব্রুয়ারিতে, আমার আট মাসের গর্ভাবস্থার, আমার মস্তিষ্কে একটি বিশাল রক্ত জমাট বাঁধে। কয়েক সপ্তাহ ধরে আমি মাথার যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছিলাম। তারপর এমআরআই করানোর পর সত্যটা বাইরে আসে। সেই সময় আমি এবং আমার পরিবার জীবনের মর্ম বুঝেছিলাম। সময়টা বুঝিয়েছিল যে, সবকিছু কত দ্রুত পাল্টে যেতে পারে। এই কঠিন বছরের মধ্যে আমি শুধু বেঁচে থাকতে চেয়েছিলাম।'
5/7
6/7
7/7
কাজের দিক দিয়ে গাল গ্যাডটকে শেষবার নেটফ্লিক্সের স্পাই অ্যাকশন থ্রিলার ছবি 'হার্ট অফ স্টোন'-এ দেখা যায়। যেখানে চরিত্রের নাম ছিল রাচেল স্টোন। ছবিতে গাল গ্যাডটের পাশাপাশি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকেও দেখা যায়। ছবিটি ২০২৩ সালে মুক্তি পেয়েছে। বর্তমানে অভিনেত্রী ডিজনির 'স্নো হোয়াইট অফ ইভিল' ছবির প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি ২০২৫ সালে মুক্তি পেতে পারে। ছবিতে রাচেল জেগলারকেও দেখা যাবে।
photos