গেম চেঞ্জার স্ট্রিপ: কয়েক মিনিটেই করোনাকে খুঁজে বের করতে প্রস্তুত ফেলুদা

Oct 16, 2020, 10:59 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ভারতের বাজারে করোনা সনাক্ত করার জন্য  প্রস্তুত ফেলুদা। 

2/5

ভারতীয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া গত মাসে ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল ফেলুদা নিয়ে বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

3/5

এবার 'পাবলিক লঞ্চে'র অপেক্ষা। স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতের বাজারে আসবে ফেলুদা ‘পেপার বেসড টেস্ট স্ট্রিপ’। 

4/5

এটি সিএসআইআরের একটি যুব দল প্রস্তুত করেছে। RT-PCR কিটটি প্রয়োগ করার পর ৪ থেকে ৫ সময় নেবে বলে জানিয়েছেন  পরিচালক শেখর সি ম্যান্ডে। কিন্তু ফেলুদা পরীক্ষায় সময় বাঁচাবে। এটি কেবল 30 মিনিটের মধ্যে ফলাফল দেবে। এছাড়াও ফেলুদা আরটি পিসিআর টেস্ট কিটের চেয়েও তিন থেকে পাঁচগুণ সস্তা হবে। 

5/5

জানা গিয়েছে, ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে মানবদেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি সনাক্ত করতে সক্ষম হবে ‘ফেলুদা’। স্বল্প মূল্যের ‘পেপার বেসড টেস্ট স্ট্রিপ’-এর মাধ্যমে পরীক্ষাটি করা হবে। ইতিমধ্যেই এই পরীক্ষা শুরু করার অনুমতি দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ফেলুদার নামকরণেই এই করোনা পরীক্ষার নামকরণ করা হয়েছে।