শিল্পের টানে জয়পুরে একাই হাজির গৌরী খান

Nov 13, 2019, 23:26 PM IST
1/6

তিনি শুধু শাহরুখ পত্নী নন, এর বাইরে একটা বিশেষ পরিচিতি রয়েছেন গৌরী খানের। 

2/6

ইন্টিরিয়র ডিজাইনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গৌরী খান। মুম্বইয়ে গৌরী খান'স ডিজাইন বলে তাঁর একটি স্টোরও রয়েছে। 

3/6

শিল্পের সৃষ্টিকর্তা হিসাবেই তাই মাঝে মধ্যে দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে যেতে হয় গৌরীকে। 

4/6

সম্প্রতি গৌরী পৌঁছে গিয়েছিলেন রাজস্থানের জয়পুরে। সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

5/6

শাহরুখ নয় একাই জয়পুরে গিয়েছেন গৌরী। 

6/6

তবে শুধু জয়পুর কেন, বিদেশেরও বিভিন্ন শহরে কাজের প্রয়োজনে প্রায়ই যেতে হয় গৌরীকে।