ক্রিকেট জীবনে ও কী পেয়েছে? এবার শাস্ত্রীকে চাচাছোলা আক্রমণ গম্ভীরের

| Dec 14, 2018, 17:07 PM IST
1/6

শাস্ত্রীকে চড় গম্ভীরের

1

বিরাট কোহলির এই দলটা গত ১৫ বছরের সেরা সফরকারী ভারতীয় দল। সাফল্যের নিরিখে বিরাট অ্যান্ড কোং অনেক এগিয়ে। কিছুদিন আগে এমন মন্তব্য করেই প্রবল সমালোচিত হয়েছিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সুনীল গাভাসকর, একের পর এক প্রাক্তন শাস্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন। 

2/6

শাস্ত্রীকে চড় গম্ভীরের

2

এবার শাস্ত্রীর সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর। কিছুদিন আগেই অবসর ঘোষণা করেছে গৌতি। আর তার পর থেকেই যেন আরও বেশি আক্রমণাত্মক হয়ে পড়েছেন তিনি। 

3/6

শাস্ত্রীকে চড় গম্ভীরের

3

শাস্ত্রীর মন্তব্যকে শিশুসুলভ ও অপরিণত বলে ব্যাখ্যা করলেন গম্ভীর। একইসঙ্গে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন ভারতীয় দলের কোচকে। 

4/6

শাস্ত্রীকে চড় গম্ভীরের

4

গম্ভীর বললেন, ''যে ক্রিকেটার জীবনে কিছুই জিততে পারেনি, সে-ই এমন কথা বলবে। অস্ট্রেলিয়ায় একখানা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছাড়া শাস্ত্রী তাঁর ক্রিকেটীয় জীবনে আর কিছু জিতেছে বলে আমার জানা নেই। বিদেশে সিরিজ জেতা ভারতীয় দলের হয়েও ও কখনও খেলেনি। আমার মনে হয়, ক্রিকেটপ্রেমীরা ওর এরকম মন্তব্যকে গুরুত্ব দেয়নি।''

5/6

শাস্ত্রীকে চড় গম্ভীরের

5

গম্ভীর আরও বললেন, ''রবি শাস্ত্রীর এখনও অনেকটা ক্রিকেট দেখা বাকি রয়েছে। না হলে এরকম মন্তব্য করত না। কোনও দল বিদেশে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে এলেও তাকে সেরা বলা যায় না। তার পরও বলতে হয়, আমাদের উন্নতি করতে হবে। সাফল্যের কোনও মাপকাঠি হয় না।''

6/6

শাস্ত্রীকে চড় গম্ভীরের

6

শাস্ত্রীর প্রতি বেজায় চটে রয়েছেন গম্ভীর। হাবভাব, কথাবার্তায় সেটাই যেন আরও একবার বুঝিয়ে দিলেন দিল্লির ব্যাটসম্যান। বললেন, ''শিশুদের মতো মন্তব্য করে ও নিজেকে হাসির পাত্র করেছে। একজন অপরিণত মানুষই একমাত্র এই ধরণের মন্তব্য করতে পারে।''