বিশ্বকাপ জয়ের আট বছর পর ধোনির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন গম্ভীর

Nov 18, 2019, 15:46 PM IST
1/5

ধোনির বিরুদ্ধে গম্ভীর

ধোনির বিরুদ্ধে গম্ভীর

২০১১ বিশ্বকাপে ফাইনালে তাঁর সেই মাটি লেগে থাকা জার্সির ছবি এখনও ভারতীয় সমর্থকদের মনে পড়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গৌতম গম্ভীর সেদিন ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস না খেললে ভারতের জেতা মুশকিল ছিল। ভারত বিশ্বকাপ জিতেছে আট বছর হল। এখনও সেদিনের একটা ঘটনার কথা মনে পড়লে গম্ভীর বিরক্ত হন। ষড়যন্ত্রের গন্ধ পান। 

2/5

ধোনির বিরুদ্ধে গম্ভীর

ধোনির বিরুদ্ধে গম্ভীর

২০১১ বিশ্বকাপ ফাইনালে তিন রানের জন্য সেঞ্চুরি ফস্কান গম্ভীর। ভুল শট খেলতে গিয়ে বোল্ড হয়েছিলেন সেদিন। সেঞ্চুরি মিস  করার জন্য এখনও আক্ষেপ করেন গম্ভীর। আট বছর পর এবার সেই সেঞ্চুরি মিস-এর জন্য ধোনিকে দায়ি করলেন গম্ভীর। 

3/5

ধোনির বিরুদ্ধে গম্ভীর

ধোনির বিরুদ্ধে গম্ভীর

গম্ভীর বললেন, "সেদিন সেঞ্চুরির কথা আমার মাথাতেই আসেনি। আমি খালি ট্রাগেট-এর কথা ভাবছিলাম। আমার লক্ষ্য ছিল যেভাবে হোক ম্যাচটা জিততে হবে। আর সে জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিলাম।"

4/5

ধোনির বিরুদ্ধে গম্ভীর

ধোনির বিরুদ্ধে গম্ভীর

গম্ভীর আরও বললেন, "নন-স্ট্রাইকে ছিল ধোনি। ও হঠাত করে এসে আমাকে বলল, আর মাত্র তিন রান বাকি। তা হলেই তোমার সেঞ্চুরি হয়ে যাবে। ব্যস, তার পরই আমার মাখায় সেঞ্চুরির চিন্তা ঘুরতে থাকে। ৯৭ রানে যখন আমি ব্যাটিং করছিলাম তখন আমি বর্তমানে ছিলাম। কিন্তু ধোনি সেঞ্চুরির প্রসঙ্গ তুলতেই আমি কোথাও যেন হারিয়ে গেলাম। তার পর তাড়াহুড়ো করে খেলতে গিয়ে আউট হলাম।"

5/5

ধোনির বিরুদ্ধে গম্ভীর

ধোনির বিরুদ্ধে গম্ভীর

গম্ভীর বলছিলেন, "আমি ড্রেসিংরুমে ফিরে ভাবছিলাম যে এই তিনটে রানের চিন্তা আমাকে সারাজীবন বিরক্ত করবে। হলও তাই। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে সেদিন কেন আমি তাড়াহুড়ো করতে গেলাম! কেন সেঞ্চুরিটা ফস্কালাম!"