আধার কার্ড এবার ডেবিট কার্ডের মতো! পেয়ে যাবেন মাত্র ৫০ টাকায়, জেনে নিন কীভাবে

Nov 16, 2020, 22:05 PM IST
1/5

আকারে বেশ বড়। প্যান কার্ড বা ডেবিট-ক্রেডিট কার্ডের মতো শক্তপোক্তও নয়। তাই আধার কার্ড বয়ে বেড়াতে বেশ সমস্যা হয়। কিন্তু এবার আধার কার্ড মানুষের মানি ব্যাগে রাখার ব্যবস্থা করল সরকার।

2/5

মাত্র ৫০ টাকা খরচ করলেই পেয়ে যাবেন আপনার পিভিসি (polyvinyl chloride) আধার কার্ড। অর্থাত্ ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো শক্তপোক্ত আধার কার্ড।

3/5

পিভিসি আধার কার্ডে থাকবে QR code. ছবি ও অন্য তথ্যও থাকবে। uidai.gov.in অথবা resident.uidai.gov.in -এর মাধ্যমে এই কার্ড অর্ডার করতে পারবেন।

4/5

স্পিড পোস্ট-এ আপনার ঠিকানায় পৌঁছে যাবে আধার কার্ড। খরচ হবে মাত্র ৫০ টাকা। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলেও এই সুবিধা পাবেন।

5/5

আধার কার্ড নম্বর, Virtual Identification Number অথবা EID-র মাধ্যমে আপনি পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন। UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে 'Order PVC Card- লিঙ্কে ক্লিক করুন। আপনার আধার নম্বর অথবা ইআইডি দিন। তার পর পেমেন্ট করে অর্ডার করুন।