Puri Jagannath Temple: বাঙালির প্রিয় খাজাতেও গরুর চর্বি, মাছের তেল! পুরীতে আতঙ্ক...

Ghee Used At Puri To Be Tested: তিরুপতি লাড্ডু বিতর্ক সামনে আসার পরেই দেশের বিখ্যাত সব মন্দিরগুলিতে প্রসাদ-চরণামৃত ইত্যাদি নিয়ে তৈরি হয়েছে বাড়তি সতর্কতা।

| Sep 25, 2024, 18:26 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিরুপতি মন্দিরের পরে এবার পুরীর মন্দির। তিরুপতিতে পশুর চর্বি মেশানো লাড্ডু নিয়ে তীব্র বিতর্ক দেশ জুড়ে। সেই বিতর্কের আবহেই এবার পুরীতে বিতর্ক। তিরুপতি লাড্ডু বিতর্ক সামনে আসার পরেই দেশের বিখ্যাত সব মন্দিরগুলিতে প্রসাদ-চরণামৃত ইত্যাদি নিয়ে তৈরি হয়েছে বাড়তি সতর্কতা।   

 

1/6

পুরীতে সাড়া

এই বাড়তি সতর্কতার জেরেই পুরীর মন্দিরেও সাড়া পড়ে গিয়েছে।

2/6

ঘি-পরীক্ষা

পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানিয়েছেন, পুরীতে কোনও বিতর্ক তৈরি হয়নি এখনও। তথাপি কর্তৃপক্ষ প্রসাদ তৈরির ঘি পরীক্ষা করিয়ে নিচ্ছে।  

3/6

ওএমএফ

পুরীর ঘি আসে ওডিশা মিল্ক ফেডারেশন থেকে। এরাই পুরীর মন্দিরের একমাত্র ঘি সরবরাহকারী। 

4/6

ভেজাল নেই

পুরীর জগন্নাথমন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, তাঁদের ব্যবহৃত ঘিয়ের গুণমান নিয়ে তাঁদের মনে কোনও সন্দেহ নেই। এখানে ভেজালের কোনও জায়গাই নেই। তথাপি, ভক্তদের আতঙ্ক অপনোদনের লক্ষ্যেই এটা করা হচ্ছে। 

5/6

প্রদীপ-বিতর্ক

আসলে এর আগে ঘিয়ের প্রদীপ জ্বালানো নিয়ে পুরীর মন্দিরে বিতর্ক তৈরি হয়েছিল। 

6/6

অন্ধ্রে বিতর্ক

প্রসঙ্গত, কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছিলেন, তিরুপতি মন্দিরে পশুর চর্বি দিয়ে লাডডু তৈরি হচ্ছে। এটা বহুদিনের চক্র এখানে। তবে হিন্দু ধর্ম নিয়ে এসব অনাচার চলবে না।