করোনায় লকডাউন বিশ্বজুড়ে, দেখা দিচ্ছে কন্ডোম সঙ্কট

Mar 28, 2020, 16:19 PM IST
1/5

কন্ডোমের ঘাটতি

কন্ডোমের ঘাটতি

করোনার জন্য গোটা বিশ্বের বহু দেশে লকডাউন চলছে। ঘরবন্জি প্রায়৩০০ কোটি মানুষ। যার জেরে বিশ্বের সবচেয়ে বেশি কন্ডোম উৎপাদনকারী সংস্থা ক্যারেক্স বিএইচডি তাদের উত্পাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।  

2/5

কন্ডোমের ঘাটতি

কন্ডোমের ঘাটতি

বিশ্বের প্রতি পাঁচটির মধ্যে একটি কন্ডোম উত্পাদন করে ক্যারেক্স। লকডাউন চলায় কন্ডোমের চাহিদাও এখন তুঙ্গে। কিন্তু প্রয়োজনের সময় দেখা দিয়েছে কন্ডোম সঙ্কট। 

3/5

কন্ডোমের ঘাটতি

কন্ডোমের ঘাটতি

কন্ডোম উত্পাদনে সবচেয়ে এগিয়ে চিন। কিন্তু সেই চি্ন করোনার প্রকোপে জেরবার। দীর্ঘদিন সেখানে উত্পাদন বন্ধ ছিল। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়াও কন্ডোম উত্পাদনে বিশ্বে এগিয়ে। কিন্তু প্রতিটি দেশেই লকডাউনের জন্য উত্পাদন থমকে গিয়েছে। 

4/5

কন্ডোমের ঘাটতি

কন্ডোমের ঘাটতি

কন্ডোম উত্পাদন সংস্থাগুলি জানিয়েছে, আগামী কয়েক মাস কন্ডোমের ঘাটতি চলবে। বেশ কিছু দেশে কন্ডোম উত্পাদনের কারখানা চালু রাখার অনুমতি দিয়েছে প্রশাসন। কিন্তু কর্মীরা এই পরিস্থিতিতে কাজে যোগ দিতে চাইছেন না। 

5/5

কন্ডোমের ঘাটতি

কন্ডোমের ঘাটতি

চিন ও মালয়েশিয়া সরকার অর্ধেক লোকবল নিয়ে কারখানা খোলার অনুমতি দিয়েছে। কন্ডোমের ঘাটতি ভীতিকর একটি বিষয় বলে জানিয়েছেন বহু সংস্থার কর্নধার। বিশেষ করে আফ্রিকায় প্রচুর চলতি প্রোজেক্ট আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।