1/5
গোমূত্র ও গোবরে সোনা!
2/5
সোনালি রঙের পাথর জাতীয় বস্তু
photos
TRENDING NOW
3/5
৫০ হাজার টাকায় বিক্রি
এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এক স্বর্ণ ব্যবসায়ী সটান তাঁর বাড়িতে এসে হাজির হন। তিনি-ই ৫০ হাজার টাকার বিনিময়ে ওই সোনালি রঙের পাথর মতো দেখতে ওগুলি কিনে নেন। এতেই সন্দেহ দানা বাঁধে এলাকাবাসীর মনে। তাঁদের প্রশ্ন, ওই সোনালি রঙের পাথরগুলি কি সোনা? তা না হলে ৫০ হাজার টাকায় কেন কিনল স্বর্ণ ব্যবসায়ী? এই নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছে গোবর্ধনপুর এলাকায়।
4/5
কিনলেন এক স্বর্ণ ব্যবসায়ী
যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি সম্পূর্ণ উড়িয়ে যুক্তিবাদী মঞ্চ পাল্টা দাবি করেছে, মানুষের যেমন গলব্লাডার স্টোন হয়, ঠিক তেমনই গবাদি পশুর পেটেও পাথর হতে পারে। যা হয়তো স্বর্ণ ব্যবসায়ীদের কাজে লাগে। ওই কারণেই ওই সোনালি রঙের 'পাথর'গুলি বহু মূল্যে বিক্রি হয়েছে। গোমূত্র ও গোবর থেকে সোনা পাওয়ার ব্যাপারটি গুজব ছাড়া আর কিছুই নয়।
5/5
'গরুর দুধে সোনা থাকে'
photos