Gold Price: রেকর্ড ছুঁলো সোনার দাম, জেনে নিন কলকাতার দর

Apr 01, 2024, 13:44 PM IST
1/5

সোনার কথা ভাবলেই এখন আতঙ্কে ভোগের মধ্যবিত্ত মানুষজন। বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে সোনা দিতে হলে তো মাথায় বাজ ভেঙে পড়ে। গত কয়েকদিন ধরেই সোনার দাম পাল্লা দিয়ে চড়ছে।

2/5

সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ১০ গ্রাম সোনার দাম গিয়ে পৌঁছল ৬৯,৪৮৭ টাকায়। দাম বাড়ল ১৮০০ টাকা। আন্তর্জতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়েই দাম একখানি বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

3/5

এদিকে, বিশ্ব বাজারেরও বেড়ে ছলেছে সোনার দাম। অন্তর্জাতিক বাজারে ১ আউন্স সোনার দাম ২ হাজার ২৫৮.৭১ ডলার ছাড়িয়ে গিয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে দামি এই ধাতু। এক আউন্স হল ২৮.৩৪৯৫ গ্রাম। আজ আজকে ডলারের দর ৮৩.৪০ টাকা। সেই হিসেবে ১ গ্রাম সেনার দাম পড়ছে ৬৬৪৪৭.৮৭ টাকা।

4/5

একইসঙ্গে রুপোর দামও বেড়ে চলেছে। সোমবার ১ কিলো রুপোর দাম গিয়ে পৌঁছল ৭৫.৭১০ টাকায়।

5/5

সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬৯৩৮০ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ৬৩,৬০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৫২,০৪০ টাকা।