Gold Price: শনিবারের বারবেলায় হঠাত্ সুখবর, কলকাতায় সোনার দাম কমল অনেকটাই

Apr 27, 2024, 19:23 PM IST
1/5

মধ্যপ্রাচ্যে অশান্তির প্রভাব

মধ্যপ্রাচ্যে অশান্তির প্রভাব

ক'দিন ধরে হুহু করে বাড়েছে সোনার দাম। তবে ভালো খবর হল মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘর্ষ দানা বাঁধতেই সোনার দাম অল্প হলেও কমতে শুরু করেছে ভারতেও।  

2/5

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

শনিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হল ৬৭৮৫ টাকা। গতকাল এই দাম ছিল ৬৮২০ টাকা। অর্থাত্ প্রতি ১ গ্রামে কমল ৩৫ টাকা। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৬৭৮৫০ টাকা।

3/5

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

অন্যদিকে, শনিবার কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হল ৭,১২৪ টাকা। গতকাল ওই দাম ছিল  ৭১৬১ টাকা। অর্থাত্ দাম কমল ৩৭ টাকা। কলকাতায় ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৭১,২৪০ টাকা।

4/5

বাংলাদেশে সোনার দাম

বাংলাদেশে সোনার দাম

অন্যদিকে, ভারতের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও কমল সোনার দাম। শনিবার সেখানে প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম কমল ৬৩০ টাকা। প্রতি ভরিতে সোনার দাম হল ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা।

5/5

বাংলাদেশে সোনার দাম

বাংলাদেশে সোনার দাম

অন্যদিকে, বাংলাদেশে শনিবার ২১ ক্যারেট সোনার এক ভরির দাম কমে হল এক লাখ ৮ হাজার ২৬৫ টাকা।  এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম হল ৯২ হাজার ৪০২ টাকা।