Gold Price: দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে সোনার দামেও ঘটল বদল; দেখে নিন কলকাতায় দর কত

সোনার দামের বাড়া-কমার সঙ্গে ভারতীয়দের জীবনের অনেক কিছুই বদলে-বদলে যায়।

Jun 20, 2022, 12:04 PM IST

সোনা হল ভারতীয়ের প্রাণের জিনিস। যে কোনও শুভ কাজেই সোনা লাগে। তাই ভারতবাসীর জীবনের সঙ্গে সোনা ওতপ্রোত হয়ে আছে। সোনার দামের বাড়া-কমার সঙ্গে তার জীবনের অনেক কিছুই বদলে-বদলে যায়। আসছে বিয়ের সিজন। এ সময়ে সোনার দামের প্রতি আমজনতার আগ্রহ আরও বেশি থাকবে। আজই সোনার দামে এল বদল। কতটা বদল? আগের মূল্যের চেয়ে এখনকার মূল্যের ফারাক কত? দেখে নেওয়া যাক।  

1/6

বাড়ল সোনার দাম

আজ, সোমবার আবার বাড়ল সোনার দাম। ২২ ক্যারাট সোনার দামে এল বদল।  

2/6

সোনার ঊর্ধ্বমূল্য

১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৪৭,৬৫০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ৪৭,৭৫০ টাকা। অর্থাৎ, ভরিতে ১০০ টাকা বাড়ল সোনার দাম।  

3/6

২৪ ক্যারাট সোনার দাম

১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দামেও এল বদল। ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৫১,৯৮০ টাকা। সেটা দাঁড়াল ৫২,০৮০ টাকা। এখানেও সেই ১০০ টাকা বৃদ্ধি। 

4/6

তেলের দাম

ডলার মূল্যের সাপেক্ষেই বেশ কিছুদিন ধরে একটা জায়গায় স্থির হয়েছিল সোনার মূল্য। এর মধ্যে তেলের দামের বিষয়টিও ছিল।   

5/6

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম দাঁড়াল প্রতি ১০ গ্রামে ৪৭,৭৮০ টাকা!

6/6

ভারতের প্রধান শহরে সোনার দাম কত?

ভারতের অন্যান্য প্রধান শহরেও সোনার দাম কী দাঁড়িয়েছে, দেখে নিন: মুম্বই-- ৪৭,৭৫০ টাকা, চেন্নাই-- ৪৭,৮৫০ টাকা, দিল্লি-- ৪৭,৭৮০ টাকা, বেঙ্গালুরু-- ৪৭,৭৮০ টাকা।