লকডাউনে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের

Jun 16, 2020, 17:38 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর।  

2/5

লকডাউনের মধ্যে গত ৩ মাসে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের প্রভিশনাল পেনশন দেওয়া হবে।  

3/5

আজ নবান্নের তরফে এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে।  

4/5

নির্দেশিকায় বলা হয়েছে, তাঁরা তো অফিসে আসতে পারছেন না, তাই তাঁদের প্রভিশনাল পেনশন দেওয়া হবে।   

5/5

সবকিছু স্বাভাবিক হওয়ার পর, পরে সেই পেনশন অ্যডজাস্ট করা হবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।