WhatsApp: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

Jan 31, 2022, 18:45 PM IST
1/5

হোয়াটসঅ্যাপে বড় খবর

Whatsapp 1

নিজস্ব প্রতিবেদন : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় খবর। মেসেজ ডিলিট করা নিয়ে আসতে চলেছে দারুণ উপযোগী একটা নতুন ফিচার। 

2/5

মেসেজ ডিলিট নিয়ে নতুন ফিচার

Whatsapp 2

হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা এবার ডিলিট করতে যে কোনও মেসেজ।  জানা যাচ্ছে, নতুন এই ফিচার নিয়ে কাজ চলছে। 

3/5

কী সেই ফিচার

Whatsapp 3

এরফলে কোনও গ্রুপ অ্যাডমিন ওই গ্রুপের যেকোনও সদস্যের করা যে কোনও মেসেজ ডিলিট করতে পারবেন। 

4/5

ডিলিটের পর নোটিফিকেশন

Whatsapp 4

সেক্ষেত্রে, ওই মেসেজটি যে অ্যাডমিন ডিলিট করেছেন, এই নোটিফিকেশনটি দেখা যাবে। 

5/5

টু-স্টেপ ভেরিফিকেশন

Whatsapp 5

এর পাশাপাশি টু-স্টেপ ভেরিফিকেশন নিয়েও কাজ চলছে। ডেস্কটপ ও ওয়েব ভার্সন, দু-তরফেই টু-স্টেপ ভেরিফিকেশন আনার ব্যাপারে পরিকল্পনা চলছে।