Good News! ফের অনেকটা কমতে পারে পেট্রলের দাম, অবশেষে বড় পদক্ষেপ মোদী সরকারের
দীপাবলিতে প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র
1/5
দীপাবলিতে মোদীর উপহার
নিজস্ব প্রতিবেদন: গত কয়েক মাসে ক্রমাগত ঊর্ধ্বগামী ছিল পেট্রল (Petrol)-ডিজেল (Diesel)। আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় দেশে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম অনেকটা কমে যায়। আগামিদিনে নাকি আরও কমবে জ্বালানীর দাম। এমনই বলছেন বিশেষজ্ঞরা।
2/5
জ্বালানীতে কর ছাড়
photos
TRENDING NOW
3/5
কলকাতায় জ্বালানীর দাম
4/5
দিল্লি, মুম্বই, চেন্নাইতে জ্বালানীর দাম
5/5
শীঘ্রই আরও কমতে পারে পেট্রলের দাম
বিশেষজ্ঞদের অনুমান শীঘ্রই আরও কমতে পারে পেট্রলের দাম। কারণ ইথানলের (Ethanol) উপর থেকে জিএসটি (GST) কমিয়েছে কেন্দ্র। Ethanol Mixed Petrol (EBP)-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রল-ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি (Rameshwar Teli) জানান, ইথানলের (Ethanol) উপর থেকে জিএসটি (GST) কমিয়ে ১৮ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। পরিশোধিত পেট্রল (Petrol) তৈরিতে ব্যবহার করা হয় এই ইথানল (Ethanol)।
photos